নাটোরে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালক নিহত

Kommentarer · 29 Visninger

নাটোরের বড়াইগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় হাসেন আলী (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে।

শনিবার (২৬ জুলাই

নাটোরের বড়াইগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় হাসেন আলী (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার কয়েন বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত হাসেন উপজেলার কাটাশকোল গ্রামের মৃত আবু বক্করের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, পাবনা থেকে নাটোরগামী একটি প্রাইভেটকার নাবিস্কো বিস্কুট কোম্পানির এক ডেলিভারি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে মুচরে গিয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক হাসেন আলী মারা যায়। পরে প্রাইভেটকারটি রেখেই চালক পালিয়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সেই সাথে প্রাইভেটকারটি জব্দ করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Kommentarer