পঞ্চগড়ে আইসক্রিম কারখানায় সেনাবাহিনীর অভিযান, জরিমানা

Mga komento · 23 Mga view

পঞ্চগড়ে দুটি আইসক্রিম কারখানায় অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্য?

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার জেলার বোদা উপজেলা শহরের জামাদারপাড়া ও নগরকুমারী হলপাড়া এলাকায় ভিসি সুপার আইসক্রিম ও কাওসার আইসক্রিম কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ এই অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন বোদা সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমিন প্রিমনসহ সেনাবাহিনীর সদস্য ও বোদা থানা পুলিশের একটি দল। জানা গেছে, অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি মূলত বরফকল হিসেবে নিবন্ধিত হলেও দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই আইসক্রিম উৎপাদন করে আসছিল। এসব আইসক্রিমে কাপড়ের রং, বিভিন্ন ক্ষতিকর কেমিকেল ও অপরিষ্কার পানি ব্যবহার করা হচ্ছিল। এমনকি সংরক্ষিত আইসক্রিমে ছত্রাকও পাওয়া যায়।

 

অভিযানে ‘ভিসি সুপার আইসক্রিম’ কারখানা থেকে ৩ হাজার ৫০০ পিস এবং ‘কাওসার আইসক্রিম’ কারখানা থেকে ৫০০ পিস তৈরি আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়।

 

কারখানা দুটি যথাক্রমে ৫০ হাজার ও ২০ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা জরিমানা গুণে দেন মালিকপক্ষ। পরে এই জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফূয়াদ সময় সংবাদকে বলেন, অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া গেছে। একই সঙ্গে তাদের কোনো আইসক্রিম তৈরির অনুমোদন পাওয়া যায় নি। যেহেতু তারা খাদ্য হিসেবে তৈরি করে বিক্রি করে আসছে তাই অভিযান পরিচালনা করে জরিমানা করে আদায় করা হয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Mga komento