এবার সত্যিই মিসরীয়দের চাল-ডাল ভর্তি বোতল ভেসে এলো গাজায় (দেখুন ভিডিও)

Mga komento · 6 Mga view

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরেই ইসরায়েলের কঠোর অবরোধের ফলে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছ??

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরেই ইসরায়েলের কঠোর অবরোধের ফলে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। এই মানবিক দুর্দশা মেনে নিতে না পেরে, মিসরের নাগরিকরা অসাধারণ এক মানবিক উদ্যোগ নিয়েছেন। তারা ছোট ছোট বোতলে মসুর ডাল ভরে সেগুলো সমুদ্রে ছুঁড়ে দিয়েছেন, আশায় যে ভাসতে ভাসতে হয়ত গাজার উপকূলে পৌঁছে যাবে। অবশেষে সেই একটি বোতলগাজার এক মৎস শিকারীর হাতে পৌঁছেছে। (ভিডিও দেখতে এখানে ক্লিক করুন)

অবিশ্বাস্যভাবে ওই বোতলটি ভেসে সত্যিই গাজায় গেছে। যা পেয়েছেন গাজার এক মৎস শিকারী। বোতলটি হাতে নিয়ে এক ব্যক্তিকে বেশ উচ্ছ্বাশ প্রকাশ করতে দেখা যায়। তিনি জানান, আজ তারা কিছু খেতে পারবেন।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড ভিডিওটি প্রকাশ করেছে। সেখানে বোতল হাতে গাজার ওই বাসিন্দা বলছেন, ‘বলুন আল্লাহু আকবর। আমাদের মিসরের ভাইয়েরা… চাল-আল ডাল ভর্তি বোতল গাজার উপকূলে পৌঁছেছে। বোতলটি সমুদ্রের মাঝে থেকে নিয়ে এসেছেন এক জেলে। তিনি জানিয়েছেন, খুবই অল্প কিছু বোতল গাজায় এসেছে। যার অর্থ আমরা আজ ডাল খেতে পারব।’

তিনি আরও বলেছেন, ‘বোতলের ভেতর একটি নোট ছিল। এতে লেখা আছে, ‘মিসর দীর্ঘজীবী হোক’। আল্লাহর ইচ্ছায় মিসর ও পুরো আরব বিশ্ব এবং ইসলামিক উম্মাহ দীর্ঘজীবী হোক।’

এরআগে গত ২৩ জুলাই এক মিসরীয় সমুদ্রের পাশে দাঁড়িয়ে কয়েকটি বোতল ছুঁড়তে থাকেন। যা কেউ একজন ভিডিও করেন। ওই ব্যক্তি বলতে থাকেন, ‘(গাজার) ভাইয়ের আমাদের ক্ষমা করুন। আমরা এর বেশি কিছু করতে পারছি না।’

এদিকে গাজার পাশেই মিসর অবস্থিত। তা সত্ত্বেও গাজার জন্য শক্তিশালী এ মুসলিম দেশটির সরকার কিছু করতে পারেনি।

Mga komento