'অপারেশন মহাদেব' পরিচালনা করলো ভারত

تبصرے · 15 مناظر

ভারতের জম্মু-কাশ্মীরের শ্রীনগর জেলার উপকণ্ঠে অবস্থিত লিদওয়াসের জঙ্গলে ভারতীয় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্র?

ভারতের জম্মু-কাশ্মীরের শ্রীনগর জেলার উপকণ্ঠে অবস্থিত লিদওয়াসের জঙ্গলে ভারতীয় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভারতীয় সেনাবাহিনী এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন মহাদেব’। এতে এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও

জানা গেছে, লিদওয়াস এলাকার ঘন জঙ্গলে চারজন সন্ত্রাসবাদী লুকিয়ে থাকার খবর পেয়েছিল দেশটির সেনাবাহিনী। ধারণা করা হচ্ছে যে এই নিহত সন্ত্রাসবাদীদের পেহেলগাম জঙ্গি হামলার সঙ্গে কোনও যোগসূত্র থাকতে পারে।

এই ঘটনার কয়েকদিন আগে, দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) দুজনকে গ্রেপ্তার করেছিলো, তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এই অভিযান চালায় বলে জানা গেছে।

এখনও পর্যন্ত অভিযানে তিনজন সন্ত্রাসবাদী নিহত হয়েছে, অন্য একজনের খোঁজে তল্লাশি চলছে বলে দেশটির গণমাধ্যমগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে। যদি এই এনকাউন্টার সম্পর্কে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল সন্ত্রাসীরা ভারত অধ্যুষিত কাশ্মীরের পেহেলগামের বৈসরান উপত্যকায় আক্রমণ করে ২৬ জন পর্যটককে মেরে ফেলে। এর কয়েক দিনের ব্যবধানে ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারতের পক্ষ থেকে দাবি করা হয় তারা এই হামলার সঙ্গে জড়িত মাস্টারমাইন্ডদের আস্তানায় নিখুঁতভাবে আঘাত হেনেছে।

যদিও এরপর পাকিস্তানের পক্ষ থেকে এই হামলার নিন্দা জানানো হয়। পাশাপাশি কঠোর জবাব দেওয়ার জন্য দফায় দফায় ড্রোন হামলা চালানো হয়।

تبصرے