মেহেরপুরে ভৈরব নদে ভেসে উঠছে তেলজাতীয় পদার্থ

Mga komento · 13 Mga view

মেহেরপুরের ভৈরব নদে থেকে তেলজাতীয় পদার্থ ভেসে উঠছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বন্দর গ্রামের কফি হাউজ সংলগ্ন ন?

মেহেরপুরের ভৈরব নদে থেকে তেলজাতীয় পদার্থ ভেসে উঠছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বন্দর গ্রামের কফি হাউজ সংলগ্ন নদে এ দৃশ্য দেখা গেছে। এতে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। যা দেখতে ভিড় করে বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন।

স্থানীয়রা জানায়, নদের কিনারা ঘেঁষে হাঁটু সমান পানির নিচ থেকে বেশ কয়েকদিন ধরে বুদ বুদ আকারে তেল জাতীয় পদার্থ উঠছে। আজ সকালে কিছুটা বেশি উঠতে থাকে। পানির ওপর ভেসে থাকা পদার্থটি দেখতে অনেকটা ডিজেলের মতো এবং এর গন্ধও ডিজেলের সঙ্গে মিল রয়েছে বলে স্থানীয়দের দাবি। বাঁশের খুঁটি বা লাঠি দিয়ে চাপ দিলে নিচ থেকে বেরিয়ে আসছে তেল জাতীয় পদার্থ।

ঘটনার খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম এবং পানি উন্নয়ন বোর্ডের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল খালেক। তিনি বলেন, ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আরও পর্যবেক্ষণের পর বিস্তারিত জানানো যাবে।

Mga komento