এই জন্মে শুভশ্রী তার নাম থেকে আমাকে সরাতে পারবে না: দেব

Комментарии · 16 Просмотры

ক সময় টলিপাড়ার অন্যতম সেরা জুটি ছিল দেব-শুভশ্রী গাঙ্গুলী জুটি। কেবল পর্দায় নয়, বাস্তবেও তারা ছিলেন প্রেমের সম?

ক সময় টলিপাড়ার অন্যতম সেরা জুটি ছিল দেব-শুভশ্রী গাঙ্গুলী জুটি। কেবল পর্দায় নয়, বাস্তবেও তারা ছিলেন প্রেমের সম্পর্কে। কিন্তু সেই সম্পর্কে বিচ্ছেদ আসার পর দীর্ঘদিন তাদের একসঙ্গে দেখা যায়নি। তারপরও 'ধূমকেতু'তে একে অপরের সঙ্গে কাজ করতে রাজি হন তারা। কিন্তু মাঝে নানা জটিলতার কারণে সেই সিনেমা আর বড় পর্দায় মুক্তি পায় না। মাঝে কেটে যায় ৯ বছর। এই ৯ বছরে আর দেব-শুভশ্রীকে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। অবশেষে ৯ বছর পর 'ধূমকেতু' সিনেমা নিয়ে আবারও বড় পর্দায় ফিরছে এই জুটি।চলতি বছরের ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই সিনেমা। তবে সিনেমা মুক্তির আগে বার বার উঠে আসছে দেব-শুভশ্রী জুটির প্রসঙ্গ। এই ৯ বছরে তাদের মধ্যে জমে থাকা অব্যক্ত কথা বার বার জানতে চাইছেন দর্শকরা। আর সেই অব্যক্ত কথা প্রকাশ করতে করতেই দেব বলে বসেন, শুভশ্রীর নামের পাশ থেকে তার নাম সরানো যাবে না।

ভারতীয় গণমাধ্যম ট্রাইব টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নায়ক বলেন, ‘আমি ওই রকম জায়গায় যেতামই না, যেখানে জানতাম শুভশ্রী থাকবে, বা শুভশ্রীর সঙ্গে দেখা হবে। যদি এটা আমার শুভশ্রীর সঙ্গে শেষ সিনেমা হয়, তবে আমি চাই আমাদেরকে দর্শকরা যেভাবে দেখে এসেছেন বা ভালোবাসা দিয়ে এসেছেন, তার থেকে বেশি যেন ভালোবাসা দেন। এটা সত্যি যে, এই জন্মে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে, না আমি আমার নাম থেকে শুভশ্রী সরাতে পারব, অনস্ক্রিন জুটি হিসেবে।’

তিনি আরও বলেন, ‘‘একটা প্রজন্ম একটা সময় আমাদের সঙ্গে ছিল। আজ তারাও বড় হয়েছে, কেউ হয়তো বিদেশে চাকরি করছে। আমি লন্ডনে শুট করছিলাম। ওখানে অনেক বাঙালি আমাকে বলেছেন, ‘ধূমকেতু কিন্তু লন্ডনে দেখাতে হবে। কীভাবে দেখব?’ আমি জিজ্ঞাসা করেছিলাম কোথায় তাদের বাড়ি। কেউ বলেছেন ঢাকা, কেউ বলেছেন মেদিনীপুর। তারা বললেন, আমরা দেব-শুভশ্রীর ফ্যান হিসেবে সিনেমা দেখতাম।’’

Комментарии