বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যা আতঙ্কে স্থানীয়রা

Комментарии · 26 Просмотры

স্তা নদীর পানি হঠাৎ বেড়ে মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ৫২.১৫ মিটার অতিক্রম করেছে। এতে নীলফামারীর

স্তা নদীর পানি হঠাৎ বেড়ে মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ৫২.১৫ মিটার অতিক্রম করেছে। এতে নীলফামারীর তিস্তাপাড়ের হাজারো মানুষ নতুন করে বন্যা আতঙ্কে পড়েছেন।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, সকালে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার নিচে ছিল। দুপুর ৩টার দিকে তা নেমে আসে ২২ সেন্টিমিটার নিচে। তবে সন্ধ্যার পর দ্রুত পানি বাড়তে শুরু করে এবং বিপৎসীমা ছাড়িয়ে যায়। এর ফলে ডিমলা, জলঢাকা, গঙ্গাচড়া ও আশপাশের নদীতীরবর্তী গ্রামগুলো প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

ডিমলার পূর্বখড়িবাড়ী গ্রামের কৃষক আব্দুল খালেক জানান, ‘কয়েকদিন ধরে পানি ওঠানামা করছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে পানি হু হু করে বাড়ছে। আমাদের আমন ধানের চারা সব তলিয়ে যাচ্ছে। খুব ভয় লাগছে।’

বাইশপুকুর চরের বাসিন্দা ফাতেমা বেগম বলেন, ‘প্রতি বছরই আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত হই। এবারও একই অবস্থা মনে হচ্ছে। সাহায্য চাই না, চাই তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন হোক।’

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানে ভারি বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি।

Комментарии