দুই দার্শনিকের বৈপরীত্য! প্লেটো বলেছেন, 'যে তোমাকে অবহেলা করে, সে মূলত তোমাকে তার জীবন থেকে চলে যেতে বলছে। অপরদিকে, শেক্সপিয়ার বলেছিলেন, 'যে তোমাকে অবহেলা করে, জেনে রেখো তুমি তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা কাকে বিশ্বাস করবো?🙂
মানুষ কখনো মানুষকে ভুলে যায় না। পরিস্থিতি ভুলে যেতে সাহায্য করে। কিছু মানুষ পরিস্থিতির শিকার হয়ে আজও একা থাকে। পরিস্থিতি মানিয়ে নেওয়ার ক্ষমতা সবাই রাখে না
Belal Hossain
מחק תגובה
האם אתה בטוח שברצונך למחוק את התגובה הזו?