২ মাস ধরে হু-মকি দিয়েছে। এরপর মা,রতে মারতে উ,ল-ঙ্গ করেছে।
মাথায় পাথর মেরে খু,ন করেছে। বাট লা-শ লুকায়নি।

বরং হাত পা ধরে লা,শ বাজারের মা-ঝখানে এসে রেখেছে।
তারপর স্লোগান দিতে দিতে সেই উল-ঙ্গ লা-শের উপর উঠে নৃত্য করেছে। যাতে সবাই বোঝে চাঁদা না দেওয়ার পরিণাম কী হতে পারে।
আর এখন? এখন এসে সেই খু,ন করার ভিডিও বা প্র

image

এমন বাংলাদেশ কি আমরা চেয়েছি?
চাঁদার জন্য কি হত্যাকাণ্ড মেনে নেয়া যায়?
বাঙালি জাতির বিবেকের কাছে প্রশ্ন রয়ে গেল।
পুরান ঢাকা একজন ব্যবসায়ী থেকে চাঁদা চেয়ে না পেয়ে তাকে প্রকাশ্য বড় পাথর রাস্তায় খুন করে লাশের উপর উল্লাস করেছে।
হামলাকারীদের নাম যুবদল কর্মী আপু দাস, মইন, নামক দু-জনের নাম জানতে পেরেছি এবং নিহত

imageimage

image

image

আরিয়ান ভালো থেকো বাবা। তোমার জন্য পুরা বাংলাদেশ কান্না করেছে। তোমার মা যেমন কষ্ট পেয়েছে এরকম হাজার মা তোমার জন্য কষ্ট পেয়েছে।
আন্টির খুব ইচ্ছা তোমার সাথে পরকালে কোন একদিন দেখা হলে তোমাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরবো। সেই দৃশ্য দৌড়ানোর আন্টির ভুলতে পারছি না।
তোমার এই দৃশ্য পুরা বাংলাদেশ কে কাঁদিয়েছে। বা

image
Su di noi

bangladesh