অজুর তিন নাম্বার ফরজ হলো মাথার চতুর্থাংশ মাসাহ করা। মাথার চতুর্থাংশের পরিমাণ একটি হাতের তালুর সমান ধরা হয়। তাই, মাথার উপর একটি হাতের তালুর সম পরিমাণ জায়গায় মুছে দেওয়া ফরজ। যদি তার হাতের তালুতে পানি লাগে এবং সে সেটি মাথার যেকোনো অংশে — পেছন, সামনে বা অন্য যেকোনো দিকে — মুছে দেয়, তবে তাই যথেষ্ট হবে।
১ম ফরজ । সম্পূর্ণ মুখমণ্ডল ধোয়া
ওযুর প্রথম ফরজ হলো – সম্পূর্ণ মুখমণ্ডল ধোয়া। মুখমণ্ডল বলতে বোঝানো হয় – চেহারার যে অংশটি সামনাসামনি থাকে। তার সীমানা হলো:
দৈর্ঘ্যে: মাথার চুল গজানোর স্বাভাবিক স্থান থেকে চিবুকের নিচ পর্যন্ত।
প্রস্থে: এক কান থেকে আরেক কানের গোড়া পর্যন্ত।
আলোর পথে' পরিবারে আপনাকে স্বাগতম। এই গ্রুপটি কুরআন ও সহিহ হাদিসের জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। আমাদের লক্ষ্য, ইসলামের সঠিক শিক্ষাগুলো জেনে আমরা যেনো সবাই নিজেদের জীবনকে আলোকিত করতে পারি। এখানে আমরা প্রতিদিন কুরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আশা করি, আমাদের এই পথচলায় আপনিও সঙ্গী হবেন।
Nusrat Fariya
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?
MD Romjan Ali
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?
Jerry
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?