অজুর তিন নাম্বার ফরজ হলো মাথার চতুর্থাংশ মাসাহ করা। মাথার চতুর্থাংশের পরিমাণ একটি হাতের তালুর সমান ধরা হয়। তাই, মাথার উপর একটি হাতের তালুর সম পরিমাণ জায়গায় মুছে দেওয়া ফরজ। যদি তার হাতের তালুতে পানি লাগে এবং সে সেটি মাথার যেকোনো অংশে — পেছন, সামনে বা অন্য যেকোনো দিকে — মুছে দেয়, তবে তাই যথেষ্ট হবে।
আলোর পথে' পরিবারে আপনাকে স্বাগতম। এই গ্রুপটি কুরআন ও সহিহ হাদিসের জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। আমাদের লক্ষ্য, ইসলামের সঠিক শিক্ষাগুলো জেনে আমরা যেনো সবাই নিজেদের জীবনকে আলোকিত করতে পারি। এখানে আমরা প্রতিদিন কুরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আশা করি, আমাদের এই পথচলায় আপনিও সঙ্গী হবেন।
Nusrat Fariya
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?
MD Romjan Ali
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?
Jerry
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?