বুদ্ধিমান ছাত্রের উত্তর এক শিক্ষক জিজ্ঞাসা করলেন, “পৃথিবীর মাঝখানে কী আছে?” ছাত্র মুচকি হেসে বলল, “অক্ষর ‘ব’!” সবাই অবাক হলো। শিক্ষা: প্রশ্নের উত্তর কখনও কখনও আক্ষরিক ভাবেও হতে পারে।
সিংহ আর ছোট ইঁদুর এক সিংহ ইঁদুর ধরেছিল, ইঁদুর বলল, “আমাকে ছেড়ে দাও, একদিন আমি তোমার উপকার করব।” সিংহ হাসল, কিন্তু ছেড়ে দিল। পরে সিংহ শিকারির জালে পড়ে গেলে ইঁদুর দাঁত দিয়ে জাল কেটে দিল। শিক্ষা: ছোটরাও বড় উপকার করতে পারে।
বুদ্ধিমান কৃষকের সমাধান এক কৃষকের তিন ছেলে সারাদিন ঝগড়া করত। কৃষক একগুচ্ছ কাঠি দিয়ে বলল, “ভেঙে দেখো।” কেউ পারল না। পরে কাঠি খুলে এক এক করে ভাঙতে বললে সবাই ভেঙে ফেলল। শিক্ষা: ঐক্য থাকলে শক্তি বাড়ে, ভাঙলে দুর্বল হয়।
বাঁদর আর কুমিরের চালাকি এক কুমির বাঁদরের হৃদপিণ্ড খেতে চাইল। নৌকায় করে নদীর মাঝপথে গিয়ে কুমির বলল, “তোমার হৃদপিণ্ড চাই।” বাঁদর বলল, “ওহ! আমি তো সেটা গাছে রেখে এসেছি, চলো ফিরি।” কুমির ফিরে গেলে বাঁদর লাফ দিয়ে গাছে উঠে গেল। শিক্ষা: বিপদে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটাতে হয়।
একদিন এক কাক মুখে পনির নিয়ে গাছের ডালে বসেছিল। এক শিয়াল এসে কাককে প্রশংসা করতে লাগল, “তোমার গলার আওয়াজ নাকি অসাধারণ!” কাক গাইতে মুখ খুলতেই পনির নিচে পড়ে গেল, শিয়াল সেটি নিয়ে চলে গেল। শিক্ষা: অতি প্রশংসায় বিভ্রান্ত হওয়া উচিত নয়।
Md Sadek
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟
Md Rashedur Rahman Rasel
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟
Fayjul Alam
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟