বুদ্ধিমান ছাত্রের উত্তর এক শিক্ষক জিজ্ঞাসা করলেন, “পৃথিবীর মাঝখানে কী আছে?” ছাত্র মুচকি হেসে বলল, “অক্ষর ‘ব’!” সবাই অবাক হলো। শিক্ষা: প্রশ্নের উত্তর কখনও কখনও আক্ষরিক ভাবেও হতে পারে।
সিংহ আর ছোট ইঁদুর এক সিংহ ইঁদুর ধরেছিল, ইঁদুর বলল, “আমাকে ছেড়ে দাও, একদিন আমি তোমার উপকার করব।” সিংহ হাসল, কিন্তু ছেড়ে দিল। পরে সিংহ শিকারির জালে পড়ে গেলে ইঁদুর দাঁত দিয়ে জাল কেটে দিল। শিক্ষা: ছোটরাও বড় উপকার করতে পারে।
বুদ্ধিমান কৃষকের সমাধান এক কৃষকের তিন ছেলে সারাদিন ঝগড়া করত। কৃষক একগুচ্ছ কাঠি দিয়ে বলল, “ভেঙে দেখো।” কেউ পারল না। পরে কাঠি খুলে এক এক করে ভাঙতে বললে সবাই ভেঙে ফেলল। শিক্ষা: ঐক্য থাকলে শক্তি বাড়ে, ভাঙলে দুর্বল হয়।