ব্রিজের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে চালকের মাথা বিচ্ছিন্ন

Comentários · 18 Visualizações

টুয়াখালীর বাউফলে ব্রিজের সঙ্গে বল্কহেডের সংঘর্ষে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে মো. সাকিব হোসেন (২০) নামে বল্কহে?

টুয়াখালীর বাউফলে ব্রিজের সঙ্গে বল্কহেডের সংঘর্ষে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে মো. সাকিব হোসেন (২০) নামে বল্কহেডচালক নিহত হয়েছেন। বিচ্ছিন্ন হওয়া মাথা খালের পানিতে পড়ে যাওয়ায় তা পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলা কাছিপাড়া ইউনিয়নের পাকডাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব উপজেলার আয়নাবাজ গ্রামের কবির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাছিপাড়া পাকডাল খাল দিয়ে বল্কহেড যাওয়ার সময় পাকডাল খান বাড়ি সংলগ্ন ব্রিজের সঙ্গে বল্কহেডের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ব্রিজের সঙ্গে পিষ্ট হয়ে চালকের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। খালে অতিরিক্ত জোয়ারের পানি, ব্রিজটির উচ্চতা নিচু এবং চালকের অসাবধানতার জন্য এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে, কিন্তু বিচ্ছিন্ন হওয়া মাথা পাওয়া যায়নি, মাথা উদ্ধারের চেষ্টা চলছে। আইনি বিষয় প্রক্রিয়াধীন।

Comentários