তিস্তার পানি বিপৎসীমার উপরে, শত শত পরিবার পানি বন্দী

نظرات · 9 بازدیدها

ভারি বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি হুহু করে বৃদ্ধি পেয়ে তিস্তার পানি বিপদ সীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে

মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬ টায় লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিতি দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপৎসীমা ৫ সে: মি: উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাতের মধ্যে বিপদসীমা আরও উপর দিয়ে প্রবাহিত হতে পারে এমনটি ধারনা করছে পানি উন্নয়ন বোর্ড ।

 

 

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল ছিল ৫২.২০ মিটার, যেখানে বিপদসীমা নির্ধারিত রয়েছে ৫২.১৫ মিটার। এর আগে সকাল ৯ টায় এই পয়েন্টে পানি ছিল বিপদসীমার ১৮ সেন্টিমিটার নিচে। মাত্র কয়েক ঘণ্টায় ১৮ সেন্টিমিটার পানি বেড়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে।

 

সিন্দর্না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফুল ইসলাম বলেন, এভাবে পানি বাড়তে থাকলে আমার ইউনিয়নে চরাঞ্চলের প্রায় শত শত পরিবার পানি বন্দী হয়েছে এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অনেক আমন ধান ক্ষেতে নষ্ট হয়ে যাচ্ছে।  

 

ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট মশিউর রহমান বলেন, বন্যা হলেই কয়েকটি ওয়ার্ডের মানুষ পানিবন্দি হয়ে পড়েন। পানি বাড়ায় ইতোমধ্যে নিম্নাঞ্চলের কিছু পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।

 

হাতীবান্ধা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী বলেন, বিকাল থেকে তিস্তার পানি বৃদ্ধির কারণে প্রায় এক হাজার পরিবার পানি বন্দী হয়ে পরেছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বলেন, আমি সব সময় খবর রাখতেছি। আমার জানামতে এপর্যন্ত অনেক পরিবার পানি বন্দী হয়েছে পড়েছে এবং সিংঙ্গীমারী ইউনিয়নে একটি বাধ ভেঙ্গে যাচ্ছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে বন্যা মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছি।

 

পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বলেন, “উজান থেকে পানি আসার পাশাপাশি সকালেও বৃষ্টিপাত হয়েছে। এর ফলে নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলে প্রবেশ করছে। আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”

 

ইত্তেফাক/এমএএম

نظرات