ঢাকা মহানগর পুলিশের বরাতে এতে বলা হয়েছে, মোহাম্মদপুর-আদাবরের চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, বছিলা, জেনেভা ক্যাম্প, শেখেরটেক, নবোদয় হাউজিং ও রায়েরবাজার বধ্যভূমি অপরাধপ্রবণ এলাকা। মোহাম্মপুরের বাকি যে এলাকা, সেখানে কেবল ভয়ের ছায়া।
মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের অন্যতম বৃহৎ আবাসস্থল মোহাম্মদপুর এলাকা।
এখানে শতাধিক স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা আছে। তবে এলাকাটি শিক্ষার প্রসারের জন্য আলোচনায় আসে না। ছিনতাই, ডাকাতি, খুনোখুনি, মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে মোহাম্মদপুর আলোচিত হচ্ছে বারবার।
বিজ্ঞাপন
যখন-তখন যাকে-তাকে চাপাতি দিয়ে কুপিয়ে হেঁটে চলে যাচ্ছে কয়েকজন কিশোর– কদিন পরপর এমন আতঙ্ক-জাগানিয়া ভিডিও পরিস্থিতিকে অসহনীয় করে তুলছে। আইনশৃঙ্খলা বাহিনীর দিক থেকে দ্রুত প্রতিকারের খবর কম। তাই পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন।