পত্রিকাটি জানিয়েছে, এখন পর্যন্ত ১৮ হাজার ৫৯২ জন শিশু নিহতের তথ্য তারা পেয়েছে। এদের মধ্যে অন্তত ৯৫৩ জন ছিল এক বছরের কম বয়সী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুসারে, ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ৩৪ জনে পৌঁছেছে। আরও অন্তত ১ লাখ ৪৫ হাজার ৮৭০ জন আহত হয়েছে। সেই সঙ্গে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে মনে করা হচ্ছে।
যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল ২০২৩ সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে। অবিরাম বোমাবর্ষণে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।
গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।
ইত্তেফাক/এসকে