ওপেনিং—এ রেকর্ড গড়লো '২৮ ইয়ার্স লেটার

Bình luận · 44 Lượt xem

চলতি বছর হলিউড ইন্ডাস্ট্রিতে অসংখ্য হরর সিনেমা মুক্তি পাচ্ছে, যা বক্স অফিসে দারুণ পারফর্মও করছে

চলতি বছর হলিউড ইন্ডাস্ট্রিতে অসংখ্য হরর সিনেমা মুক্তি পাচ্ছে, যা বক্স অফিসে দারুণ পারফর্মও করছে। অবশেষে সেই তালিকায় সর্বশেষ যুক্ত হলো বহুল প্রতীক্ষিত ‘২৮ ইয়ারস লেটার’-এর সিক্যুয়েল। প্রায় দুই দশক পর ২০ জুন মুক্তি পাওয়া এই সিনেমাটি উত্তর আমেরিকায় উদ্বোধনী দিনে রেকর্ডসংখ্যক আয় করেছে।

 

 

এদিকে বক্স অফিস মোজোর তথ্য অনুযায়ী, ‘২৮ ইয়ারস লেটার’-এর সিক্যুয়েল উদ্বোধনী দিনে আয় করেছে ১৪ মিলিয়ন ডলার, যার মধ্যে শুধু বৃহস্পতিবারই এসেছে ৫.৮ মিলিয়ন ডলার। এটি এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির মধ্যে সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন। যদিও এটি ‘সিনার্স’ এবং ‘ফাইনাল ডেস্টিনেশন ৬’-এর প্রিভিউ আয়কে ছাড়িয়ে গেছে, তবে মুক্তির দিনের মোট আয়কে এখনো অতিক্রম করতে পারেনি।

Bình luận