মিয়ানমারের জান্তা সরকার দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স জানায়, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দেশটির সামরিক প্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে ১১ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
মিন অং হ্লাইং জানিয়েছেন, নির্বাচন এই বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। তবে এখনো নির্দিষ্ট তারিখ প্রকাশ করা হয়নি।
তিনি বলেন, “আমরা ইতোমধ্যে প্রথম অধ্যায় অতিক্রম করেছি, এখন দ্বিতীয় অধ্যায় শুরু করছি।” তিনি আশ্বস্ত করেন যে, সব যোগ্য ভোটার যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে কাজ চলছে।
[[মিয়ানমারে
বিশ্লেষকদের মতে, এই নির্বাচনের মাধ্যমে মিন অং হ্লাইং হয়তো রাষ্ট্রপতি অথবা সেনাবাহিনীর প্রধান হিসেবে ক্ষমতা ধরে রাখবেন, ফলে সামরিক শাসনের অবসান না হয়ে বরং তা নতুন রূপে চলমান থাকবে।
নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের জন্য প্রশিক্ষণও চালু করা হয়েছে।