ভারতের পশ্চিমবঙ্গে ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের দ্বন্দ্বের জেরে টালমাটাল কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি। আর এই আলোচনায় যাদের নাম বার বার উঠে এসেছে তাদের মধ্যে অন্যতম হলেন অনির্বাণ ভট্টাচার্য। অভিযোগ উঠেছে টেকনিশিয়ানদের অসহযোগিতার কারণে তার কাজ বারবার ব্যাহত হচ্ছে এমনকি নতুন কোনো প্রজেক্টও হাতে আসছে না।
সম্প্রতি এই সংকটের কারণে নির্ধারিত সময়ে একটি মিউজিক ভিডিওর কাজ শুরু করতে পারেননি অনির্বাণ।
‘সেক্ষেত্রে এখন কোনও অসুবিধা হচ্ছে না কিন্তু এবার যদি দেখা যায় যে আরও ৩ মাস পর বা ৬ মাস পরও কেউ আমাকে অভিনয়ের জন্য ডাকছেন না। তখন নিশ্চয়ই আমার মনে একটা প্রশ্ন উদয় হবে যে, তাহলে মনে হয় আমার ঘটি মাটি সব হাওয়া করে দেওয়া হল। মানে আমার অভিনয়ও বন্ধ হয়ে গেল।
তাকে কি কোনো ভাবে সাইডলাইন করার চেষ্টা চলছে? এই প্রশ্নে অভিনেতা সম্মতি জানিয়ে বলনে, ‘হ্যা আমাকে এখনো কোনো সিরিজ বা সিনেমায় অভিনয়ের জন্য আর কেউ ডাকেননি।’ তিনি আরও জানান তারা আদালতে যাওয়ার পর থেকেই তাকে এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে।
অনির্বাণ একজন অভিনেতা হওয়ার পাশাপাশি একজন পরিচালকও। তাছাড়াও তিনি একজন গীতিকার তার নিজস্ব একটি গানের দলও আছে।