‘অন্তর্বর্তী সরকার জুলাই হত্যাকান্ডের বিচারে কোনো দুর্বলতা দেখাবে না’

Bình luận · 13 Lượt xem

হায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে

বৃহস্পতিবার (৩১ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ সময় পার করছে। বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এক বছর আগে যে ঐক্য গড়ে উঠেছিল, তা সামনে রেখে বিচার, সংস্কার ও নির্বাচন সম্পন্ন করার মাধ্যমে গণতান্ত্রিকভাবে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাবে। 

তিনি বলেন, ফ্যাসিবাদ বার বার ফিরে আসার চেষ্টা করে, তা প্রতিহত করতে হয় জনতার ঐক্য দিয়ে। দল ও মত থাকবে কিন্তু জাতীয় স্বার্থে যেন ঐক্য থাকে, জুলাই তা আমাদের মনে করিয়ে দেয়। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ  অধ্যাপক ড. মো. আব্দুর রব ও অদম্য-২৪ স্মৃতিস্তম্ভের নকশাকার মো. রাঈদ হোসেন। 

অনুষ্ঠানে শহীদ আলিফের বাবা মো. বুলবুল কবীর এবং আশুলিয়ায় শহিদ আবুল হোসেনের মা সালমা বেগম তাদের বক্তব্যে জুলাই হত্যাকাণ্ডের দ্রুত ন্যায় বিচারের দাবি জানান। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মালিহা নামলা, ফাহমিদা ফাইজা, আব্দুলাহ আল মামুন ও ওয়াজিদুল ইসলাম ৩৬ জুলাই আন্দোলনের কার্যক্রম ও স্মৃতি তুলে ধরেন। 

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভ, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের গণতান্ত্রিক ইতিহাসে ছাত্র-জনতার অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি স্থায়ী নিদর্শন।

Bình luận