‘ওদের সিদ্ধান্ত, আমার নয়’—রিয়ালকে খোঁচা হাকিমির

commentaires · 24 Vues

রিয়াল মাদ্রিদ একাডেমির ছাত্র ছিলেন আশরাফ হাকিমি। পেশাদার ক্যারিয়ারও শুরু সেখানে। তবে বেশি দিন টিকতে পারেনন??

রিয়াল মাদ্রিদ একাডেমির ছাত্র ছিলেন আশরাফ হাকিমি। পেশাদার ক্যারিয়ারও শুরু সেখানে। তবে বেশি দিন টিকতে পারেননি রিয়ালে।

মেটলাইফ স্টেডিয়ামে কাল রাতে রিয়াল মাদ্রিদকে নিয়ে ছেলেখেলাই করেছে পিএসজি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটিকে ৪-০ গোলে হারিয়ে উঠে গেছে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে। এই ম্যাচে দুর্দান্ত খেলেছেন পিএসজির ফুলব্যাক আশরাফ হাকিমি। রিয়ালকে বিদায় করে দেওয়ার পর সাবেক ক্লাবকে একটু খোঁচাও দিয়েছেন মরোক্কান ডিফেন্ডার।

২০২০ সালে রিয়াল মাদ্রিদ হঠাৎ করেই বিক্রি করে দেয় হাকিমিকে। তখন অনেকে প্রশ্ন করেছিলেন, এত সম্ভাবনাময় এক খেলোয়াড়কে কেন ছেড়ে দেওয়া হলো? হাকিমিও বোধ হয় ঠিক মেনে নিতে পারেননি ব্যাপারটা। ডিএজেডএনে সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ক্লদ মাকেলেলেকে দেওয়া সাক্ষাৎকারে রিয়াল ছাড়া নিয়ে হাকিমি বললেন, ‘সিদ্ধান্তটা ওদের ছিল, আমার নয়।’

 

মরোক্কান বাবা-মার ঘরে মাদ্রিদেই জন্ম হাকিমির। সাত বছর বয়সে যোগ দিয়েছিলেন রিয়ালের একাডেমি লা ফাব্রিকায়। একাডেমিতে ১০ বছর কাটানোর পর ২০১৬-১৭ মৌসুমে সুযোগ পান রিয়ালের দ্বিতীয় দল কাস্তিয়ায়। সেখানে ভালো করে পরের মৌসুমেই সুযোগ পেয়ে যান রিয়ালের মূল দলে। সব প্রতিযোগিতা মিলিয়ে সে মৌসুমে ১৭টি ম্যাচ খেলেন হাকিমি। জিদানের দল সে বছরই হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিল চ্যাম্পিয়নস লিগে।

কিন্তু রিয়ালের রক্ষণের ডান পাশে তখন দানির কারভাহালের রাজত্ব। হাকিমির সুযোগ মিলছিল না খুব একটা। তাই দুই বছরের জন্য ধারে পাঠানো হয় ডর্টমুন্ডে। ২০২০ সালে হাকিমিকে হঠাৎ করেই ইন্টার মিলানে বিক্রি করে দেয় রিয়াল। ইতালিতে এক বছর কাটানোর পর তাঁকে দলে টানে পিএসজি।

প্যারিসে গিয়েই নিজেকে পুরোপুরি মেলে ধরেছেন হাকিমি। সেখানেই নিজেকে বিশ্বের অন্যতম সেরা রাইটব্যাক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। হাকিমি কাল বললেন প্যারিসে যোগ দিয়ে নিজের মতো খেলার জায়গা পেয়েছেন তিনি, ‘এখানে আমাকে খেলার স্বাধীনতা দেওয়া হয়। আমি যেমন খেলতে ভালোবাসি, সেভাবেই খেলতে পারি। মাঝেমধ্যে মাঝমাঠেও সুযোগ দিচ্ছেন কোচ, আবার রক্ষণেও দায়িত্ব দিচ্ছেন। আমি খুব ভালো আছি এখানে।’

হাকিমিদের চোখ এখন মৌসুমে পঞ্চম শিরোপায়। রোববার ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির মুখোমুখি হবে দলটি।

 

commentaires