পরিবারের কারণে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন না ম্রুণাল

تبصرے · 9 مناظر

মুম্বাইয়ের মেয়ে হয়েও তিনি ব্যাপক পরিচিতি পান দক্ষিণি সিনেমা দিয়ে। এই অভিনেত্রী আর কেউ নন, ম্রুণাল ঠাকুর। আজ ত?

মুম্বাইয়ের মেয়ে হয়েও তিনি ব্যাপক পরিচিতি পান দক্ষিণি সিনেমা দিয়ে। এই অভিনেত্রী আর কেউ নন, ম্রুণাল ঠাকুর। আজ তাঁর জন্মদিন। ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক ম্রুণাল সম্পর্কে কিছু তথ্য-

১৯৯২ সালের ১ আগস্ট মুম্বাইয়ে এক মারাঠি পরিবারে জন্ম ম্রুণালের। পড়াশোনাও করেছেন মুম্বাইয়ে। স্নাতক করার সময় টিভিতে অভিনয়ের যুক্ত হন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
‘মুঝসে কুছ কেহতি...ইয়ে খামোশিয়া’ দিয়ে ২০১২ সালে টিভিতে কাজ শুরু করেন। ২০১৮ সালে ‘লাভ সোনিয়া’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় অভিনেত্রীর। ম্রুণালের ইনস্টাগ্রাম থেকে
‘মুঝসে কুছ কেহতি...ইয়ে খামোশিয়া’ দিয়ে ২০১২ সালে টিভিতে কাজ শুরু করেন। ২০১৮ সালে ‘লাভ সোনিয়া’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় অভিনেত্রীর। ম্রুণালের ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
এরপর একে একে তাঁকে দেখা যায় ‘বাতলা হাউস’, ‘সুপার ৩০’ ইত্যাদি সিনেমায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এরপর একে একে তাঁকে দেখা যায় ‘বাতলা হাউস’, ‘সুপার ৩০’ ইত্যাদি সিনেমায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
তবে ২০২২ সালে তেলেগু সিনেমা ‘সীতা রমম’ তাঁকে ভারতজুড়ে পরিচিতি এনে দেয়। এই সিনেমার পর একের পর এক কাজের প্রস্তাব পেতে থাকেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
তবে ২০২২ সালে তেলেগু সিনেমা ‘সীতা রমম’ তাঁকে ভারতজুড়ে পরিচিতি এনে দেয়। এই সিনেমার পর একের পর এক কাজের প্রস্তাব পেতে থাকেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
পরের দিকে হিন্দি ও দক্ষিণি মিলিয়ে ‘পিপ্পা’, ‘হাই নানা’, ‘দ্য ফ্যামিলি স্টার’ ইত্যাদি সিনেমা করেন। কোনোটিই ‘সীতা রমম’-এর সাফল্যকে ছাড়িয়ে যেতে পারেনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
পরের দিকে হিন্দি ও দক্ষিণি মিলিয়ে ‘পিপ্পা’, ‘হাই নানা’, ‘দ্য ফ্যামিলি স্টার’ ইত্যাদি সিনেমা করেন। কোনোটিই ‘সীতা রমম’-এর সাফল্যকে ছাড়িয়ে যেতে পারেনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
 
৬ / ১০
ম্রুণাল অভিনীত নতুন সিনেমা ‘সন অব সর্দার ২’ আজ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বিজয় কুমার অরোরা পরিচালিত এ সিনেমায় ম্রুণালের সঙ্গে আছেন অজয় দেবগন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
ম্রুণাল অভিনীত নতুন সিনেমা ‘সন অব সর্দার ২’ আজ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বিজয় কুমার অরোরা পরিচালিত এ সিনেমায় ম্রুণালের সঙ্গে আছেন অজয় দেবগন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
‘সন অব সরদার ২’ দিয়ে প্রথমবারের মতো কমেডি-ঘরানার চলচ্চিত্রে কাজ করলেন ম্রুণাল ঠাকুর। ছবিতে পাঞ্জাবি চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। ম্রুণাল বলেন, ‘আমার আগের কাজগুলো বেশির ভাগই ছিল সিরিয়াস ধাঁচের—ইমোশন, ট্র্যাজেডি কিংবা প্রেমভিত্তিক। এখানে মুডটা পুরোপুরিই আলাদা। শুরুতে ভেবেছিলাম আমি পারব না, কিন্তু ধীরে ধীরে বুঝলাম কমেডির জন্য আলাদা একটা টেম্পো দরকার। সংলাপের মধ্যে “পজ”নেওয়া, চোখের ভাষা, কিংবা সহ-অভিনেতার রিঅ্যাকশনের ওপর কীভাবে নিজেকে মেলে ধরতে হয়, এই সবকিছু একেবারে নতুন করে শিখেছি।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
‘সন অব সরদার ২’ দিয়ে প্রথমবারের মতো কমেডি-ঘরানার চলচ্চিত্রে কাজ করলেন ম্রুণাল ঠাকুর। ছবিতে পাঞ্জাবি চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। ম্রুণাল বলেন, ‘আমার আগের কাজগুলো বেশির ভাগই ছিল সিরিয়াস ধাঁচের—ইমোশন, ট্র্যাজেডি কিংবা প্রেমভিত্তিক। এখানে মুডটা পুরোপুরিই আলাদা। শুরুতে ভেবেছিলাম আমি পারব না, কিন্তু ধীরে ধীরে বুঝলাম কমেডির জন্য আলাদা একটা টেম্পো দরকার। সংলাপের মধ্যে “পজ”নেওয়া, চোখের ভাষা, কিংবা সহ-অভিনেতার রিঅ্যাকশনের ওপর কীভাবে নিজেকে মেলে ধরতে হয়, এই সবকিছু একেবারে নতুন করে শিখেছি।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
এক সাক্ষাৎকারে ম্রুণাল জানান, তাঁর মা-বাবা পর্দায় চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের ব্যাপারে আপত্তি জানাতেন। সেই আপত্তি ও পারিবারিক মূল্যবোধ তাঁর সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। তিনি বলেন, ‘আমি নিজেও রাজি ছিলাম না। তবে একটা সময় এসে ভাবলাম, আমি আর কত দিন না বলতে পারব?’ অভিনেত্রী জানান, অন্তরঙ্গ দৃশ্যে রাজি না হওয়ায় সিনেমা থেকেও বাদ পড়েন তিনি। তবে কোন সিনেমা, সেটা জানাননি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এক সাক্ষাৎকারে ম্রুণাল জানান, তাঁর মা-বাবা পর্দায় চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের ব্যাপারে আপত্তি জানাতেন। সেই আপত্তি ও পারিবারিক মূল্যবোধ তাঁর সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। তিনি বলেন, ‘আমি নিজেও রাজি ছিলাম না। তবে একটা সময় এসে ভাবলাম, আমি আর কত দিন না বলতে পারব?’ অভিনেত্রী জানান, অন্তরঙ্গ দৃশ্যে রাজি না হওয়ায় সিনেমা থেকেও বাদ পড়েন তিনি। তবে কোন সিনেমা, সেটা জানাননি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
সাক্ষাৎকারে নিজের আরেক অপূর্ণ ইচ্ছার কথা প্রকাশ করেছেন ম্রুণাল। তিনি বলেন, ‘আমার আরেকটি গোপন ইচ্ছা আছে। আগে কখনো বলিনি। আমি বিমান চালানো শিখতে চাই। কমার্শিয়াল বিমানচালকের লাইসেন্সের জন্য নয়, আমি ব্যক্তিগত বিমানচালকের লাইসেন্সের জন্য আবেদন করব।’
সাক্ষাৎকারে নিজের আরেক অপূর্ণ ইচ্ছার কথা প্রকাশ করেছেন ম্রুণাল। তিনি বলেন, ‘আমার আরেকটি গোপন ইচ্ছা আছে। আগে কখনো বলিনি। আমি বিমান চালানো শিখতে চাই। কমার্শিয়াল বিমানচালকের লাইসেন্সের জন্য নয়, আমি ব্যক্তিগত বিমানচালকের লাইসেন্সের জন্য আবেদন করব।’
আরও পড়ুন
১০ / ১০
সামনে ম্রুণালকে দেখা যাবে হিন্দি, তেলেগু মিলিয়ে আরও পাঁচটি সিনেমায়। এর মধ্যে অন্তত একটি চলতি বছরই মুক্তি পাবে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
সামনে ম্রুণালকে দেখা যাবে হিন্দি, তেলেগু মিলিয়ে আরও পাঁচটি সিনেমায়। এর মধ্যে অন্তত একটি চলতি বছরই মুক্তি পাবে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
تبصرے