ইসরায়েলি ষড়যন্ত্র রুখতে ইসলামি দেশগুলোকে ঐক্যের ডাক আরাগচির

Comments · 1 Views

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জায়নিস্ট শাসকগোষ্ঠীর ষড়যন্ত্র নিয়ে ইসলামি দেশগুলোকে সতর্ক থাকার

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জায়নিস্ট শাসকগোষ্ঠীর ষড়যন্ত্র নিয়ে ইসলামি দেশগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনালাপে আরাগচি বলেন, ‘ইসরায়েলি শাসকগোষ্ঠী এই অঞ্চলের নিরাপত্তা বিনষ্ট করতে চায়। এ ধরনের ষড়যন্ত্রের মুখে সকল আঞ্চলিক দেশকে সজাগ থাকতে হবে।’ খবর মেহের নিউজের।

তিনি আরও বলেন, ‘জায়নিস্ট সরকার যুদ্ধবাজি ও আইনের তোয়াক্কা না করার নেশায় আসক্ত।’

আলাপচারিতায় ইরান ও আমিরাতের শীর্ষ কূটনীতিকেরা আঞ্চলিক সাম্প্রতিক পরিস্থিতি, বিশেষ করে ফিলিস্তিনের অবস্থা নিয়ে মতবিনিময় করেন।

তারা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

উভয় দেশই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক বিস্তারে বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগানোর ব্যাপারে একমত প্রকাশ করে।

Comments