মা হওয়ার পর এটি তার প্রথম জন্মদিন। জন্মদিনে পরিবার-পরিজন এবং স্বামীর উপস্থিতিতে কেক কাটেন তিনি। নতুন মায়ের জন্য আনা হয় একটি অনবদ্য কেক।
জন্মদিনের সেই স্পেশাল কেকের ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘আমার সব থেকে স্পেশাল জন্মদিন। আমার সন্তান, আমার স্বামী ও আমার অভিভাবকদের ঘিরে আজ এই দিনটি আমার জন্য ভীষণ ভীষণ স্পেশাল। ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে শুভেচ্ছা জানানোর জন্য।’
অভিনেত্রী যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে একটি মা নিজের সন্তানকে আঁকড়ে ধরে রেখেছেন। মায়ের পেছনে যেন হাজারটি ডানা রয়েছে যেন তিনি কোনো পরী। মায়ের কাছে নিজেকে সুরক্ষিত বোধ করছে শিশুটি। এ যেন একেবারে নতুন মা কিয়ারার প্রতিচ্ছবি।
অভিনেত্রী জন্মদিনে সিদ্ধার্থ স্ত্রীর একটি ছবি শেয়ার করে লেখেন, ‘পৃথিবীর যে কোনো জায়গায় আমার সব থেকে প্রিয় মানুষ। শুভ জন্মদিন ভালোবাসা।’ ছবিতে অভিনেত্রীকে একটি গোলাপি রঙের শর্ট ড্রেস পরে দাঁড়িয়ে থাকে দেখা যায়।
প্রসঙ্গত, কিয়ারার জন্মদিনেই মুক্তি পেয়েছে ‘ওয়ার ২’ সিনেমার একটি গান। গানে হৃতিকের সঙ্গে কিয়ারার কেমিস্ট্রি ছিল চোখে পড়ার মতো। অনেকে আবার কিয়ারাকে দীপিকার সঙ্গেও তুলনা করেছেন। গানটি শুধু হিন্দি ভাষায় নয়, মুক্তি পেয়েছে তেলুগু ও তামিল ভাষায়। সিনেমাটি আগামী ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে।