ভারতকে চটিয়ে ট্রাম্প কেন ক্রমশ পাকিস্তানের দিকে ঝুঁকছেন?

تبصرے · 1 مناظر

ডোনাল্ড ট্রাম্পের ভাষায় দুনিয়ার 'ট্যারিফ কিং' বা 'শুল্ক বসানোর রাজা' ভারতের ওপর বুধবার ২৫ শতাংশ হারে প

পাকিস্তানের 'বিপুল খনিজ তেলের রিজার্ভ' সদ্ব্যবহার করতে আমেরিকা যে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, ঘোষণা করেন সে কথাও।

 

নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে এটাও লিখতে ভুললেন না – "কে জানে, একদিন হয়তো দেখা যাবে এই পাকিস্তান ভারতেও তেল বিক্রি করছে!"

 

অথচ ২০১৮ সালে প্রেসিডেন্ট হিসেবে প্রথম দফার মেয়াদে এই পাকিস্তান সম্বন্ধেই তিনি মন্তব্য করেছিলেন, "এরা আমাদের মিথ্যে আর ধোঁকা ছাড়া কিছুই দেয়নি।"

 

কিন্তু এই দ্বিতীয় মেয়াদে এসে সেই অবস্থান থেকে তিনি শুধু 'ইউ টার্ন'-ই করেননি, ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক দিন-কে-দিন ক্রমেই আরও ঘনিষ্ঠ হচ্ছে।তার পাশাপাশি দিল্লিকে 'খোঁচা' দেওয়ার কোনও সুযোগই যেন ট্রাম্প ছাড়তে চাইছেন না!

 

এই ধারাবাহিকতাতেই তিনি বুধবার জানিয়েছেন, পাকিস্তানের বিপুল তেল সম্পদ যৌথভাবে বিকশিত করার জন্য তাদের দুই দেশ সমঝোতায় পৌঁছেছে – এবং কোন মার্কিন কোম্পানি এই পার্টনারশিপে নেতৃত্ব দেবে, সেটাও এখন বাছাই করার কাজ চলছে।

تبصرے