পত্রিকা: 'হাসিনাকে ফেরাতে কলকাতায় বসে ঢাকায় নাশকতার ছক'

Comments · 1 Views

নয়া দিগন্তের প্রথম পাতার খবর, 'হাসিনাকে ফেরাতে কলকাতায় বসে ঢাকায় নাশকতার ছক'।

প্রতিবেদনে বলা হচ্ছে, একটি গোপন ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে, যাতে দাবি করা হয়েছে যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে ঢাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করেছে।

 

অভিযোগে বলা হয়েছে, কলকাতায় জড়ো হওয়া সাবেক এমপি ও সংগঠনের নেতারা টেলিগ্রাম গ্রুপে বাংলাদেশে থাকা কর্মীদের নির্দেশনা দিচ্ছেন।

 

এর অংশ হিসেবে ঢাকার বসুন্ধরা, উত্তরা, শাহবাগসহ বিভিন্ন এলাকায় প্রশিক্ষণ ক্যাম্প পরিচালিত হয়, যেখানে সেনা সদস্য ও সাবেক সরকারি কর্মকর্তারাও যুক্ত ছিলেন। মেজর সাদেক নামের এক সেনা কর্মকর্তা এই প্রশিক্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক হন এবং বর্তমানে তাকে সেনা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। গোয়েন্দারা জানিয়েছেন, পরিকল্পনার অংশ হিসেবে অগাস্টের আট তারিখে বড় ধরনের নাশকতার চেষ্টা ছিল, তবে তা ব্যর্থ হয়।

 

আবারও নভেম্বর ও ডিসেম্বরকে সামনে রেখে নতুন হামলার ছক আঁকা হচ্ছে। ইতোমধ্যে একাধিক প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য ও সংগঠকদের গ্রেফতার করেছে পুলিশ।

 

আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং জানিয়েছে, এখনই আগস্টকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই।

 

তবে গোয়েন্দারা নিশ্চিত করেছেন, ঢাকায় অরাজকতা তৈরি করে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পরিকল্পনা এখনো সক্রিয় রয়েছে।

Comments