চুয়াডাঙ্গায় ১৪টি প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

تبصرے · 54 مناظر

চুয়াডাঙ্গায় ১৪টি প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

চুয়াডাঙ্গায় ১৪টি প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের আয়োজনে মানবন্ধনে বিদ্যালয়গুলির শতাধিক শিক্ষক অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মহিউদ্দিন বাবু ও লিখন আহমেদ, চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি হাকিম মোহাম্মদ জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক শিরিনা আখতার।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে জেলার ১৪টি প্রতিবন্ধী বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। এসব শিক্ষক নিজেরা খেয়ে না খেয়ে সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। অবিলম্বে এসব শিক্ষাপ্রতিষ্ঠান স্বীকৃতি ও এমপিওভুক্তির মাধ্যমে সমস্যা সমাধানেরও দাবি জানান তারা।

تبصرے