আইফোন ১৬ এখন সবচেয়ে জনপ্রিয় আইফোন: টিম কুক

التعليقات · 27 الآراء

অ্যাপল চলতি প্রান্তিকে আরও একটি বড় মাইলফলক ছুঁয়েছে। এ বছরের তৃতীয় প্রান্তিকে রেকর্ড আয় করেছে অ্যাপল। ২০২৫ সা

সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানিয়েছেন, বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আইফোন মডেল হলো আইফোন ১৬ সিরিজ। তিনি জানান, ২০২৩ সালে বাজারে আসা আইফোন ১৫ সিরিজের তুলনায় বিক্রি ও জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে আছে নতুন সিরিজটি। তৃতীয় প্রান্তিকে আইফোন বিক্রি থেকে অ্যাপলের আয় হয়েছে ৪ হাজার ৪৬০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি। কুক বলেন, আইফোন থেকে রাজস্ব বেড়েছে, কারণ আইফোন ১৬ সিরিজ আগের বছরের আইফোন ১৫ সিরিজের তুলনায় অনেক বেশি জনপ্রিয় হয়েছে। বিশেষ করে বিদ্যমান ব্যবহারকারীরা নতুন মডেলে আপগ্রেড করতে আগ্রহ দেখিয়েছেন। কুক আরও জানান, আইফোন ১৬, ১৬ প্লাস, ১৬ প্রো এবং ১৬ প্রো ম্যাক্স—এই চারটি মডেলই গ্রাহকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। নতুন সুবিধা, উন্নত ক্যামেরা এবং নকশাগত পরিবর্তন গ্রাহকদের আকৃষ্ট করেছে।

 

 

টিম কুক জানিয়েছেন, ২০০৭ সালে প্রথম আইফোন বাজারে ছাড়ার পর থেকে এখন পর্যন্ত ৩০০ কোটি আইফোন সরবরাহ করেছে অ্যাপল। আইফোন বিক্রি থেকে প্রাপ্ত ৪ হাজার ৪৬০ কোটি ডলার রাজস্ব অ্যাপলের মোট আয় ৯ হাজার ৪০০ কোটির প্রায় অর্ধেক। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে সম্ভাব্য আমদানি শুল্ক (ট্যারিফ) বৃদ্ধির আশঙ্কায় অনেকেই আগেভাগেই নতুন আইফোন কিনে নিচ্ছেন।

 

ব্লুমবার্গ জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন ট্যারিফ ইতিমধ্যে অ্যাপলের অতিরিক্ত ব্যয় বাড়িয়েছে। গত প্রান্তিকে এই খাতে প্রতিষ্ঠানটির ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৮০ কোটি ডলার। বিশ্লেষকদের পূর্বাভাস, আগামী প্রান্তিকে এই ব্যয় ১১o কোটি ডলারে পৌঁছাতে পারে।

 

 

ইত্তেফাক/এমএএস

التعليقات