দেশীয় প্রযুক্তিতে মিনি জিপ তৈরি করে তাক লাগিয়েছেন সিলেটের জাহাঙ্গীর

Bình luận · 48 Lượt xem

সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গাড়ি তৈরি করে তাক লাগিয়েছেন সিলেটের মো. জাহাঙ্গীর আলম।

সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গাড়ি তৈরি করে তাক লাগিয়েছেন সিলেটের মো. জাহাঙ্গীর আলম। ব্যাটারি চালিত এই গাড়ির ডিজাইন ও নির্মাণশৈলী রীতিমতো চমক জাগানিয়া। স্থানীয়ভাবে একে বলা হচ্ছে ‘মিনি জিপ’। সুযোগ পেলে তিনি এই গাড়িটি বাণিজ্যিকভাবে উৎপাদনেও সক্ষম বলে জানান।

বর্তমানে সিলেটের মদিনা মার্কেট এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম। একসময় গাড়ির সহকারির কাজ দিয়ে কর্মজীবন শুরু হলেও পরে নানা ধরনের চাকরিতে যুক্ত ছিলেন। বর্তমানে একটি জিমে টেকনিশিয়ান হিসেবে কাজ করেন তিনি। অবসরের সময় কাজে লাগিয়ে পরিবারের প্রয়োজনে তৈরি করেন ব্যতিক্রমী এই মিনি জিপ।

জাহাঙ্গীর আলম জানান, কোনো ধরনের আনুষ্ঠানিক কারিগরি প্রশিক্ষণ ছাড়াই নিজের জমানো টাকা আর কিছু ধার দেনা করে ঘরে বসেই তৈরি করেছেন ব্যাটারি চালিত এই চার চাকার যানটি। অনেক জায়গায় ব্যবহৃত হয়েছে বিভিন্ন পুরোনো গাড়ির যন্ত্রাংশ। শক্তিশালী ব্যাটারি ও মোটরচালিত এই যানটিতে রয়েছে একটি পূর্ণাঙ্গ গাড়ির প্রায় সব সুবিধা। গাড়িটির ওজন প্রায় ৪০০ কেজি আর সহজেই বহন করতে পারে ৭-৮ জন যাত্রী। ভবিষ্যতে এতে ইঞ্জিন সংযোজনের পরিকল্পনাও রয়েছে তার।

পরিবারের সহযোগিতা ছাড়া এই গাড়ি তৈরি সম্ভব হতো না বলে জানান জাহাঙ্গীর। তৈরি হওয়ার পর শহরে দারুণ সাড়া ফেলেছে তার উদ্ভাবন। মাত্র ১ লাখ ৪২ হাজার টাকা খরচে তৈরি করা এই যানটি সরকারি সহযোগিতা পেলে তিনি বাণিজ্যিকভাবে উৎপাদনের কথা ভাবছেন। শুধু গাড়িই নয়, ভবিষ্যতে তিনি বিমান তৈরিরও স্বপ্ন দেখেন।

Bình luận