হামাসের প্রাক্তন পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহর প্রথম বার্ষিকী উপলক্ষে শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে আইআরজিসি এ কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, গাজার নির্যাতিত জনগণকে পানি, খাদ্য এবং ওষুধের মতো মৌলিক সম্পদ থেকে বিরত রাখার ক্ষেত্রে জায়নিস্ট সরকারের অপরাধের ধারাবাহিকতা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।
আইআরজিসি আরও বলেছে, মানবাধিকারের সমর্থক বলে দাবি করা কিছু পশ্চিমা দেশের নীরবতা এবং সমর্থন সত্ত্বেও এই বড় এবং অমানবিক অপরাধগুলো জায়নিস্ট শাসনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ ছড়িয়ে দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘৃণ্য ও জঘন্য জায়নিস্ট শত্রু এবং তার শয়তানী সমর্থকদের কল্পনার বিপরীতে, 'আল-আকসা স্টর্ম' অভিযানটি প্রতিরোধের ইতিহাসের একটি নির্দিষ্ট সময়ে কেবল একটি ঐতিহাসিক ঘটনা এবং অলৌকিক ঘটনা ছিল না, বরং আল-কুদসের মুক্তির পথে শহীদদের, বিশেষ করে ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ারের বিশুদ্ধ রক্তের নিশ্চয়তা নিয়ে - এটি ছিল এই যুদ্ধক্ষেত্রের ভাগ্য নির্ধারণের জন্য একটি অপারেশনাল কৌশল।'
ইত্তেফাক/এসকে