সামাজিক মাধ্যম 'ট্রুথ সোশাল'এ একটি পোস্ট দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন এবং ইসলামাবাদের মধ্যে একটি চুক্তি হয়েছে, যার অধীনে দুই দেশ পাকিস্তানের খনিজ তেলের 'বড় ভাণ্ডার'-এর উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করবে।
তার কথায়, "যে সংস্থাগুলো এই সহযোগিতায় কাজ করবে, আমরা এখন তাদের বেছে নেওয়ার প্রক্রিয়ায় রয়েছি।"
তিনি এও লিখেছেন, "কে জানে, হয়তো একদিন তারা ভারতকে তেল বিক্রি করবে!"
এই বিবৃতি এমন একটা সময়ে সামনে এল যখন পাকিস্তানে তেল এবং গ্যাসের উৎপাদন গত কয়েক বছর ধরে লাগাতার কমে চলেছে। একারণে স্থানীয় চাহিদা মেটাতে বিদেশ থেকে তেল ও গ্যাস কিনতে হচ্ছে পাকিস্তানকে।