মুম্বাই-কলকাতা বিমানে এক যাত্রীকে আরেক যাত্রীর চড়ের ভিডিও ভাইরাল, যা ঘটেছে

Bình luận · 24 Lượt xem

ইন্ডিগোর মুম্বাই থেকে কলকাতাগামী বিমানের এক যাত্রীর বিরুদ্ধে তার সহযাত্রীকে থাপ্পড় মারার অভিযোগ নিয়ে ভারতে

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল রয়েছে, যেখানে দেখা যায় বিমানের যাত্রী এক যুবককে তারই এক জন সহযাত্রী থাপ্পড় মারছেন।

 

যাকে আঘাত করা হয়েছে, সেই যুবকের নাম হুসেন আহমেদ মজুমদার। বছর বত্রিশের মি. মজুমদার আসামের বাসিন্দা হলেও বর্তমানে তিনি মুম্বাইয়ে কর্মরত।

 

ঘটনাটা ঘটেছে ৩১শে জুলাই, ইন্ডিগোর '৬ই ১৩৮' নম্বর বিমানে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনা তৈরি হয়েছে।

 

শিলচরে বিবিসির সহযোগী সাংবাদিক বিশ্বকল্যাণ পুরকায়স্থের সঙ্গে হুসেন আহমেদ মজুমদারের বাবা আবদুল মান্নান মজুমদারের কথা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে যে যুবককে আঘাত করা হয়েছে, তাকে নিজের ছেলে বলে শনাক্ত করেছেন আব্দুল মান্নান মজুমদার।

Bình luận