ডিএসইতে সূচকের বড় উত্থান, লেনদেন ছাড়ালো ১১০০ কোটি টাকা

코멘트 · 48 견해

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রবিবার মূল্যসূচকের বড় উত্থানে লেনদেন হয়েছে। এদিন

বাজার সংশ্লিষ্টরা বলেছেন, গত কিছুদিন ধরে দেশের শেয়ার বাজারে ইতিবাচক ধারা লক্ষ করা যাচ্ছে। বাজারে গতি ফেরাতে নিয়ন্ত্রক সংস্থা ভালো কোম্পানি তালিকাভুক্তিতে উদ্যোগ নিয়েছে। এর মধ্যে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পালটা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। এতেও বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। সবমিলিয়ে বিনিয়োগকারীরা ধীরে ধীরে বাজারমুখী হচ্ছে।

 

 

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বাড়ার মধ্যে নিয়ে লেনদেন শুরু হয়। দিনশেষে এই বাজারে লেনদেনকৃত মোট ৩৯৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২১৮টির, কমেছে ১২২টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৮টির দর। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৩ পয়েন্টে ও বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৫০ পয়েন্টে অবস্থান করছে।

 

মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে এক হাজার ১৩৭ কোটি ৪০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় এক হাজার ৬৩ কোটি ৩৯ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৭৪ কোটি ১ লাখ টাকা। ডিএসইতে গতকালের এই লেনদেন গত বছরের ১৪ আগস্টের পর সর্বোচ্চ। দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অংকে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল উত্তরা ব্যাংক। কোম্পানিটির ৪৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ৩৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৬ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক। এছাড়া ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আরো রয়েছে-স্কয়ার ফার্মাসিউটিক্যালস, মালেক স্পিনিং, যমুনা ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এমজেএল বাংলাদেশ, বেক্সিমকো ফার্মা এবং বাংলাদেশ সবমেরিন ক্যাবলস।

 

 

ইত্তেফাক/এমএএম

코멘트
Md Mahim Technology 6 안에

Hhg

 
 
Md Mahim Technology 6 안에

Ht7g