বিজয় সেতুপতির বিরুদ্ধে নারী হেনস্তার অভিযোগ, সরগরম নেটদুনিয়া

Комментарии · 6 Просмотры

ক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় মুখ বিজয় সেতুপতি। যিনি ‘জাওয়ান’এর মতো সিনেমাতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় কর??

এক্স এ বিজয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন রাম্যা মোহন নামে এক নারী। দাবি করেছেন, বছরের পর বছর এক অজ্ঞাতপরিচয় নারীকে ব্যবহার করেছেন সেতুপতি, যার পরিণতিতে ওই নারীর ঠাঁই হয়েছে পুনর্বাসন কেন্দ্রে।

রাম্যা লিখেছিলেন—‘সেতুপতিকে অনেকে ভগবান ভাবেন, কিন্তু তার আসল রূপ কেউ জানে না।’ তিনি আরও জানান, দক্ষিণে মাদক সেবন আর কাস্টিং কাউচ কোনো গোপন কথা নয়, আর সেই চক্রের সঙ্গেই অভিনেতার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।

তবে ওই পোস্ট বেশি সময় টিকেনি। কিছুক্ষণ পরেই রাম্যা সেটি মুছে দেন। পরে জানান, মানসিক চাপে পড়ে তা পোস্ট করেছিলেন। কিন্তু সেই নারীটির নিরাপত্তা এবং ভবিষ্যতের কথা চিন্তা করে টুইটটি সরিয়ে দেন।

এই অভিযোগ সামনে আসতেই বিভক্ত হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া। একপক্ষে বিজয়ের বিরুদ্ধে ক্ষোভ, আর অন্যপক্ষে এই অভিযোগের সত্যতা নিয়েই উঠছে প্রশ্ন তথ্য কতটা যাচাই করা হয়েছে?

এখনও পর্যন্ত বিজয় সেতুপতির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

স্ত্রী-সন্তান নিয়ে সাধারণ মধ্যবিত্ত জীবনযাপনকারী একজন অভিনেতা হিসেবে বিজয়ের ভাবমূর্তি এতদিন ছিল নির্ভরতার প্রতীক। তাই হঠাৎ এমন অভিযোগে রীতিমতো স্তম্ভিত তাঁর ভক্তরা।

Комментарии