বিগত ফ্যাসিস্ট সরকার স্কুল কলেজের সিলেবাসে ইসলামবিরোধী অনেক বিষয় রেখেছিল, এর ফলে সমাজে নৈতিকতার অবক্ষয় হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান। সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
মজিবুর রহমান বলেন, ‘বর্তমান সিলেবাস থেকে নৈতিকতা বিবর্জিত বিষয়গুলো বাদ দিয়ে শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার বিষয়গুলো অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি।’
ননএমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করাসহ শিক্ষকদের বেতন জাতীয়করণের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি।
শিক্ষা উপদেষ্টা তাদের দাবির সঙ্গে একমত হয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা করার আশ্বাস দেন বলে জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমীর।