পরিচালক, রাজনীতিবিদ ও মঞ্চনির্মাতা ব্রাত্য বসুর নতুন এই সিনেমার নাম ‘টান’। শুটিং শুরু হবে দুর্গাপূজার পর।
আনন্দবাজার অনলাইন জানাচ্ছে, ‘টান’ তৈরি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প অবলম্বনে। এক প্রবীণ পুরুষের জীবনে হঠাৎ ফিরে আসে তাঁর একসময়ের প্রেমিকা। ততদিনে তাঁর ঘর-সংসার, সন্তান সবই রয়েছে। পুরোনো ভালোবাসা হঠাৎ ফিরে আসায় বদলে যেতে থাকে বর্তমান। শুরু হয় আবেগ, টানাপোড়েন আর সম্পর্কের পুনরুদ্ধার।
এই প্রবীণ চরিত্রে থাকছেন লোকনাথ দে, তাঁর প্রেমিকার ভূমিকায় দেখা যাবে সীমা বিশ্বাসকে। তাঁদের ছেলের চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। আরও থাকছেন রাজনীতিবিদ কুণাল ঘোষ।
এর মধ্যেই চলছে কাস্টিং ও লুক টেস্টের কাজ। খুব শিগগিরই ‘টান’ সিনেমার লুক রিভিল করে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতারা।
চঞ্চলের কাছে অবশ্য এটি একমাত্র নতুন সিনেমা নয়। একই সময় নির্মাতা অমিতাভ ভট্টাচার্যের ‘ত্রিধারা’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি। সেখানে তাঁর সঙ্গে প্রথমবার পর্দা ভাগ করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত, পাশাপাশি থাকবেন কৌশিক গাঙ্গুলীও।
‘টান’ নিয়ে এখনো পুরো ঘটনা প্রকাশ না হলেও, পরিচালক-বদলের এই মোড় দর্শকদের কৌতূহল বাড়াচ্ছে।