আজ সোমবার (৪ আগস্ট) নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, নির্বাচনের প্রস্তুতি দেখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাত সদস্যের প্রতিনিধি দল সেপ্টেম্বরের মাঝামাঝিতে আসবে। আগামী বৃহস্পতিবার কমিশন সভায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত হতে পারে।
আখতার আহমেদ বলেন, নির্বাচনে এআই নিয়ে আমরা অধিকভাবে পর্যালোচনা করছি। কারণ এআই নির্বাচনে অপপ্রচারে একটা হুমকি।