পঙ্গু হাসপাতালে ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ বলেছিল হাসিনা

Comments · 3 Views

জুলাই আন্দোলনের সময় রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের চিকিৎসা নিয়ে ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’, বলেছিল শেখ হাসি

জুলাই আন্দোলনের সময় রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের চিকিৎসা নিয়ে ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’, বলেছিল শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্যগ্রহণের আজ সোমবার (৪ আগস্ট) দ্বিতীয় দিনে জবানবন্দিতে এ কথা বলেন আন্দোলনে পা হারানো আব্দুল্লাহ আল ইমরান। 

ইমরান বলেন, ‘এর ফলে ওই হাসপাতালে ভর্তি থাকা গুরুতর আহতরা কোনো চিকিৎসা পাননি। এমনকি অন্য হাসপাতালে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি তাদের।’ 

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আজ বেলা ১১টা ৪০ মিনিটের দিকে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। 

আজ পারভিন নামে জুলাই আন্দোলনে আরেকজন সাক্ষী দেবেন। 

এ মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 

রোববার এ মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের পর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জুলাই-আগস্টের হত্যাযজ্ঞে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন পাঁচ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে আহত গাড়িচালক খোকন চন্দ্র বর্মণ।

Comments