কেমন ছিল ছাত্রদলের সমাবেশ?

टिप्पणियाँ · 20 विचारों

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের টানা দেড় দশকের শাসনামলে ঢাকায় সেভাবে প্রকাশ্যে বড় ধরনের সভা-সমাবেশ করতে দেখা যায়নি

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের টানা দেড় দশকের শাসনামলে ঢাকায় সেভাবে প্রকাশ্যে বড় ধরনের সভা-সমাবেশ করতে দেখা যায়নি ছাত্রদলকে। সংগঠনের নেতাদের দাবি, ওই সময় তাদেরকে সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি।

 

কিন্তু শেখ হাসিনার পতনের পর সেই বাধা আর নেই। ফলে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বেশ ঘটা করেই সমাবেশের আয়োজন করে ছাত্রদল।

 

সমাবেশের মূল আনুষ্ঠানিকতা দুপুরে শুরু হলেও এদিন সকাল থেকেই শাহবাগের সভাস্থলে আসতে থাকেন ছাত্রদলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাকর্মীরা। বেলা দুইটা নাগাদ সমাবেশস্থলের চারপাশ ছিল কানায় কানায় পূর্ণ।

 

সভার নানান আয়োজন ও সাজ-সজ্জায় গণ অভ্যুত্থানে ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণ ও অবদান ফুঁটিয়ে তুলতে দেখা গেছে।

 

ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও এই আয়োজনে বিএনপির শীর্ষ নেতারা যোগ দিয়ে বক্তব্য দেন।

 

এসময় নতুন ভোটারের কাছে ধানের শীষের জন্য ভোট চাইতে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

"বাংলাদেশের মানুষ বিরোধ আর প্রতিশোধের রাজনীতি চায় না। জনগণ চায় রাজনীতির গুনগত পরিবর্তন," সমাবেশে বক্তব্যে বলেন মি. রহমান।

 

"এই দেশে পরিবর্তন আসবেই। আর সেই পরিবর্তনের নেতৃত্বে থাকবে ছাত্রসমাজ। আমাদের ইতিহাসের সব মহান আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিল তারুণ্য—আজও তাই হবে। ছাত্রদলের প্রতিটি কর্মীই হবে জনগণের প্রতিনিধি, শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ," বলেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

 

একইসঙ্গে, যেকোনো ধরনের "ফ্যাসিবাদ ও চরমপন্থার" উত্থান ঠেকাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

 

''এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ-চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে," বলেন মি. রহমান।

 

সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ''আমাদের নেতা তারেক রহমান সাহেব লন্ডনে বসে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে।"

 

"তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে, আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন। তাই না? আমরা সবাই তাই চাই না? উনি আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন, আমাদের পথ দেখাবেন," বলেন মি. আলমগীর।

टिप्पणियाँ
खोज