'তৈরি হতে পারে পুনর্বাসন সুবিধার অপব্যবহারের সুযোগ'

Comments · 1 Views

জুলাই আন্দোলনে নিহত ও আহতদের তালিকা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের দেয়া হয়েছে আলাদা পরিচয়পত্রও। কিন্তু ??

জুলাই আন্দোলনে নিহত ও আহতদের তালিকা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের দেয়া হয়েছে আলাদা পরিচয়পত্রও। কিন্তু এরইমধ্যে 'ভুয়া জুলাই যোদ্ধা' পরিচয়ে সেসব সুযোগ-সুবিধা নেয়া কিংবা আহতদের হাসপাতাল দখলের খবর এসেছে গণমাধ্যমে।

 

বিশ্লেষকরা বলছেন, যথাযথভাবে পুনর্বাসন না করে ঢালাওভাবে সুযোগ-সুবিধা দেয়া হলে তা মুক্তিযোদ্ধা কোটার মতোই অপব্যবহারের সুযোগ তৈরি হবে।

 

"৭১'এ ৩০ লাখ মানুষ মারা গেছে, তাদের স্বজনদের জন্যে আমরা কী করেছি? ৫০ বছর ধরে নানা গণতান্ত্রিক আন্দোলনে অনেকেই নিহত হয়েছে, তাদের পরিবারের কোনো খোঁজ আছে? যারা অতীত ভুলে শুধু জুলাই নিয়ে পড়ে আছেন তারা বাড়াবাড়ি করছেন", বলেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ।

 

তার মতে, বিরাট একটি জনগোষ্ঠী এই আন্দোলনে অংশ নিয়েছিল। সেখান থেকে গুটিকয়েক ব্যক্তিকে বেতন, ভাতা আর চাকরি দিয়ে আবার একটি সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করা হচ্ছে।

 

"এই টাকাগুলো কিন্তু যারা এসব সিদ্ধান্ত নিচ্ছে তারা তাদের পকেট থেকে দেবে না। এটা জনগণের টাকা, গরীব মানুষের ট্যাক্সের টাকা। সুতরাং এই বিষয়গুলোতো বিবেচনা করা দরকার", বলেন তিনি।

 

"সরকারের দায়িত্বতো সব নাগরিকের ওপর। গুটিকয়েক লোকের জন্যে তো না। কিন্তু আবার কোটার ভিত্তিতে চাকরি দেয়া, ভাতা দেয়া – এটারতো কোনো মানে হয় না। এটাতো সেই আগের পথেই ফিরে যাওয়া", বলেন এই বিশ্লেষক।

Comments