মেসিদের হারের পরও গর্ববোধ করছেন আর্জেন্টাইন তারকা কোচ

মন্তব্য · 31 ভিউ

গতকাল রাতটা ফুটবলপ্রেমীদের নজরে ছিলো মেসির ইন্টার মায়ামি-প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ম্যাচে। মেসির সাবে

গতকাল রাতটা ফুটবলপ্রেমীদের নজরে ছিলো মেসির ইন্টার মায়ামি-প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ম্যাচে। মেসির সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে তার ঝলক দেখার অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। কিন্তু মেসির মায়ামিকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে পিএসজি।

যদিও বাজে হারের পর সেটা নিয়ে বিব্রত নন মায়ামির আর্জেন্টাইন তারকা কোচ হাভিয়ের মাশচেরানো।

মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে গত রাতে ইন্টার মায়ামি-পিএসজি ম্যাচটা ছিলো ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ। এই ম্যাচে ৬ মিনিটেই হোয়াও নেভেসের গোলে শুরু পিএসজির গোলবন্যা। এরপর পাল্টা গোল করা তো দূরে থাক, মায়ামি নিজেদের পায়েই বল রাখতে পারছিলো না। এদিকে মেসিদের অসহায়ত্বের সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধে চার গোল করে ফেলে পিএসজি। শেষ পর্যন্ত ৪-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে প্যারিসিয়ানরা।

 
মন্তব্য
অনুসন্ধান করুন