যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ড্যাভিড ল্যামি বলেছেন, 'প্রচারণার জন্য জিম্মিদের ছবি ব্যবহার বিরক্তিকর' এবং তাদের নিঃশর্তভাবে মুক্তি দেয়া উচিত।
'দ্য প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ' রম ব্রাসলাভস্কির যে ভিডিও প্রকাশ করেছেন, তাতে তাকে খুবই হালকাপাতলা ও কাঁদতে দেখা গেছে। আর হামাস শনিবার প্রকাশ করেছে এভিয়াটার ডেভিডের ক্ষীনকায় ছবি।
২১ বছর বয়সী ব্রাসলাভকি এবং ২৪ বছর বয়সী ডেভিডকে ২০২৩ সালের সাতই অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে জিম্মি করে এনেছিলো হামাস।ইসরায়েলি নেতারা জিম্মিদের অনাহারে রাখার অভিযোগ করেছে হামাসের বিরুদ্ধে।তবে, হামাস তা অস্বীকার করে বলেছে, গাজার ক্ষুধা সংকটের মধ্যে হামাস যোদ্ধা ও সেখানকার মানুষ যা খাচ্ছে জিম্মিরাও তাই খাচ্ছে।
মোট ২৫১ জন জিম্মির মধ্যে এখন ৪৯ জন জিম্মি গাজায় আছে বলে ইসরায়েল বলছে। তবে এর মধ্যে ২৭ জন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
ভিডিওগুলো প্রকাশের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই দুই জিম্মির পরিবারের সদস্যদের সাথে কথা বলে গভীর দুঃখ প্রকাশ করেছেন।
তিনি বলেছেন জিম্মিদের উদ্ধারে 'বিরতিহীনভাবে' সব প্রচেষ্টা অব্যাহত থাকবে।
রবিবার নেতানিয়াহু ওই অঞ্চলের রেড ক্রস প্রধানের সাথেও কথা বলেছেন। তিনি জিম্মিদের কাছে খাদ্য ও স্বাস্থ্যসেবা পৌঁছানোর অনুরোধ করেছেন।
রেড ক্রস বলেছে, জীবন বিপন্ন হওয়ার মতো পরিস্থিতিতে যেভাবে জিম্মিদের রাখা হয়েছে সেই ভিডিও দেখে তারা আতঙ্কিত।