গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত কয়েকজন

Kommentarer · 1 Visninger

অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিনটি উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্?

অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিনটি উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্যান্ডেল প্রস্তুত করা হয়েছিল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের মানিক মিয়া এভিনিউতে।

 

এই রাস্তাজুড়ে মুল মঞ্চ ছাড়াও দুই পাশে বেশ কিছু বিশালাকারের এলইডি স্ক্রিনও স্থাপন করা হয়েছিল দর্শনার্থীদের সুবিধার জন্য।

 

দুপুর নাগাদ হাজারো মানুষ জড়ো হন মানিক মিয়া এভিনিউয়ে রাস্তায়। সেখানেই শুরুতেই সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জামায়াত ঘনিষ্ঠ সাইমুম শিল্পীগোষ্ঠী, কলরব শিল্পী গোষ্ঠী।

 

এরপর কণ্ঠশিল্পী নাহিদ, তাশফি, আর্টসেল, ওয়ারফেজসহ বিভিন্ন ব্যান্ডদল জুলাই আন্দোলন ও দেশাত্মবোধক গান পরিবেশন করে।

 

দুপুর সোয়া দুইটার দিক থেকে মানিক মিয়া এভিনিউয়ের মঞ্চ থেকে ঘোষণা আসে করা হয়, ২০২৪ সালের ৫ই অগাস্ট দুপুর দুইটা ২৫মিনিটে বাংলাদেশ থেকে পালিয়ে ভারত গিয়েছিলেন শেখ হাসিনা।

 

সেই ক্ষণটিকে উৎযাপন করতে ঠিক দুইটা ২৫ মিনিটে হেলিকপ্টার আকৃতির বেলুন উড়ানোর ঘোষণা দেওয়া হয় মঞ্চ থেকে।

 

মঞ্চের সামনেই বেলুন রাখা হয়েছিলো ওড়ানোর জন্য। প্রথমেই তারই একটিতে আগুন জ্বলে উঠলে প্লাস্টিকের টুকরো ছড়িয়ে পড়ে।

 

সেই আগুনে সেখানে উপস্থিত কয়েকজনের হাত ও পায়ের কিছু অংশে আগুনও ধরে যায়। পরে দ্রুত আহতদের নিয়ে যাওয়া হয় ঢাকার বার্ন ইন্সটিটিউটে।

 

সেখান থেকে অনুষ্ঠানের সাউন্ড বক্সের তারেও আগুন ধরে গেলে অনুষ্ঠানস্থলে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

Kommentarer