হাসনাত-সারজিসদের হঠাৎ কক্সবাজারে যাওয়াকে ঘিরে সন্দেহ-কৌতূহল

التعليقات · 1 الآراء

বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা?

এই আলোচনায় ঘি ঢেলে দিয়েছে স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতেই তারা কক্সবাজারে গিয়েছেন।

 

তবে অস্বীকার করে খবরটি "গুজব" বলে দাবি করেছেন এনসিপি নেতারা।

 

"এটা টোটালি একটা গুজব, মিস ইনফরমেশন। এ ধরনের কোনো কিছুই না," কক্সবাজার থেকে বিবিসি বাংলাকে বলছিলেন দলটির মূখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারী।তিনি এটাও দাবি করেছেন, তারা ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার গেছেন।"হুট করে ঘুরতে আসছিলাম, পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম। জাস্ট এমনে একটু সাগর পাড়ে ঘুরতে আসছিলাম। বাট এখানে আইসা দেখি, হোটেলে চেক ইন করে মাত্র বসছি, এর মধ্যেই এই নিউজ দেখতেছি," বলেন মি. পাটওয়ারী।

 

এনসিপি'র আরও যেসব কেন্দ্রীয় নেতা তার সঙ্গে কক্সবাজার গেছেন, তাদের মধ্যে দলটির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের দুই মূখ্য সংগঠক সারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহও রয়েছেন।এছাড়াও রয়েছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং তার স্বামী খালেদ সাইফুল্লাহ, যিনি এনসিপি'র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।

 

মঙ্গলবার সকালে তারা বিমানে করে কক্সবাজার পৌঁছান।

 

এমন একটি সময়ে এনসিপি'র এসব নেতারা কক্সবাজারে গিয়েছেন, যখন সরকারি উদ্যোগে ঘটা করে সারা দেশে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি পালন করা হচ্ছে।

 

এদিন ঢাকায় জাতীয় সংসদ ভবন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে 'জুলাই ঘোষণাপত্র' পাঠ করা হয়, যেখানে রাজনৈতিক দলগুলোর নেতারাও অংশ নেন। এছাড়া বিএনপি, জামায়াত সহ বড় দলগুলোকে আলাদাভাবে র‍্যালিও বের করতে দেখা গেছে।

 

কিন্তু শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনে সারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, গণঅভ্যুত্থানের একবছর পূর্তির দিনে সেই হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসিরুদ্দীন পাটওয়ারীদের কক্সবাজারে যাওয়ার ঘটনায় অনেকের মনে সন্দেহের জন্ম দিয়েছে।

 

বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে জবাবে মি. পাটওয়ারী বলেন, "আমাদের দলের প্রেসিডেন্ট, সেক্রেটারির দাওয়াত কার্ড এসেছে। অ্যাজ ফার আই নো, দলের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি দল সেখানে যাবে...প্রত্যেকটি দল থেকে ছোট ছোট প্রতিনিধি দল যাচ্ছে, আমাদেরও তাই।"

 

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের পরিকল্পনায় কক্সবাজার যাননি দাবি করে এনসিপি'র এই মূখ্য সংগঠক বলেন, "এরকম হলে তো আমরা ঢাকাতেই দেখা করতে পারতাম। যদি দেখা করার ইচ্ছা থাকতো।"

 

পরে আরেকটি ভিডিওতে দেখা যায় যে, তারা সবাই আবার হোটেল থেকে বিমানবন্দরে ফিরে আসছেন।

 

পিটার হাস ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ছিলেন।

 

বর্তমানে তিনি মার্কিন একটি বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে কর্মরত, বাংলাদেশে যাদের ব্যবসা রয়েছে। সেই সূত্রে তাকে প্রায়ই দেশটিতে আসতে হয়।

التعليقات