বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভিন্নমত থাকলেও জাতীয় কোনো ইস্যুতে গণতন্ত্রের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।
“গণতন্ত্রের অভিযাত্রায় জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানাচ্ছি। প্রিয় রাজনৈতিক দলের সদস্যবৃন্দ, বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে। কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে,” বিএনপির বিজয় র্যালি–পূর্ব সমাবেশে ভার্চুয়ালি দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন।
শেখ হাসিনা সরকারের পতনের বার্ষিকীতে ‘জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে’ এই ‘বিজয় র্যালি’ করছে বিএনপি। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে দলটির বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থক অংশ নিয়েছেন।
সমাবেশের পর বিজয় র্যালী শুরু হয় এবং র্যালীটি পল্টনে মোড় থেকে জাতীয় প্রেস ক্লাব, কদম ফোয়ারা, মৎস্যভবন মোড় ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সড়ক হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এদিন ঢাকা ছাড়াও সব বিভাগীয় শহরে একযোগে বিজয় শোভাযাত্রা করে বিএনপি।
এ কর্মসূচির কারণে পুরো এলাকায় তীব্র যানজট তৈরি হয় এবং যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এর ফলে দুর্ভোগ পোহাতে হয়েছে অসংখ্য মানুষকে।
সমাবেশে দেয়া বক্তৃতায় তারেক রহমান বলেন, অন্ধকার থেকে আলোর পথের যাত্রা শুরু হয়েছে এবং ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমবাদ যেন আলোর পথে রেখা টেনে দিতে না পরে সেজন তিনি সবাইকে সতর্ক থাকার আহবান জানান।
“যিনি যে রাজনৈতিক দলের সদস্যই হন না কেন, আমাদের অবশ্যই সবার কথা মনে রাখা দরকার। দেশে যদি গণতন্ত্র এবং আইনের শাসন না থাকে, তাহলে আমরা কেউই নিরাপদ নই। একমাত্র গণতন্ত্র এবং আইনের শাসনই আমাদের নিরাপত্তা দিতে পারে,” বলেছেন তিনি।