রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের 'হট ও কোল্ড' টেস্ট সফলভাবে সম্পন্ন

הערות · 11 צפיות

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বাষ্প সরবরাহকারী পাইপলাইনের ‘কোল্ড ও হট’ টেস্ট সফলভাবে সম্?

বুধবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে প্রকল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এবং রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান এতমস্ত্রয় এক্সপোর্ট।

 

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, বিদ্যুৎকেন্দ্র চালুর পূর্বে এ ধরনের পরীক্ষা বাধ্যতামূলক। এতে টার্বাইনের যন্ত্রপাতি ও পাইপলাইন সিস্টেমের নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা যাচাই করা হয়। পরীক্ষার সময় ২ মেগাপ্যাস্কেল চাপ এবং ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্প ব্যবহার করে ‘ব্লো-ডাউন’ পদ্ধতিতে পাইপ পরিষ্কার করা হয়।

 

তিনি আরও বলেন, “এ সময় বায়ুমণ্ডলে বাষ্প নিঃসরণে উচ্চ শব্দ সৃষ্টি হয়েছিল, যা পূর্ব থেকেই অনুমেয় ছিল এবং স্থানীয়দের তা জানানো হয়েছিল যাতে তারা ভীত না হন।” পরবর্তী ধাপে আরও উচ্চমাত্রার বাষ্প ব্যবহার করে পরীক্ষাটি আবারও পরিচালনা করা হবে।

 

 

রুশ ঠিকাদারি প্রতিষ্ঠানের ভাইস-প্রেসিডেন্ট আলেক্সি ডেইরী বলেন, “এই কমিশনিং ধাপ সম্পন্ন হওয়ায় প্রথম ইউনিট চালু এবং জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার পথে একটি বড় অগ্রগতি অর্জিত হয়েছে।”

 

উল্লেখ্য, রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় রূপপুরে দুটি ইউনিটে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে। প্রতিটি ইউনিটে ব্যবহৃত হচ্ছে সর্বাধুনিক ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর প্রযুক্তি। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে রসাটমের প্রকৌশল শাখা এতমস্ত্রয় এক্সপোর্ট।

 

ইত্তেফাক/আইএ

הערות