বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে দেখা যায়, আমেরিকার পর সর্বোচ্চ রেমিটেন্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে। যার পরিমাণ ৪২৬ কোটি ডলার। আর তৃতীয় দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিটেন্স এসেছে ৪১৬ কোটি ডলার।
এই তিন দেশ ছাড়াও রেমিটেন্স পাঠানো ক্ষেত্রে শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাজ্য, মালয়েশিয়া, ওমান, ইতালি, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, জুনে সৌদি প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘যাকে যে কাজে পাঠাবো সে কাজের একটা বেসিক ট্রেনিং দিয়ে পাঠাব। আমি বলি না স্কিলড, সেমি স্কিলড পাঠাতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে ভাষাটা শিখিয়ে পাঠাতে হবে। অর্থাৎ অধিক কর্মী না পাঠিয়েও বর্তমান কর্মী দিয়েও আমরা কিন্তু রেমিটেন্স প্রবাহ ২৫ থেকে ৩০ ভাগ বাড়াতে সক্ষম হবো।’
ইত্তেফাক/কেএইচ