লাঠি ব্যবহার করা কি সুন্নত?

Комментарии · 4 Просмотры

আমি ফরিদ সরকার। আমার গাজীপুরের শ্রীপুরের বাসিন্দা। আমাদের গ্রামের একজন যুবক সম্প্রতি বৃদ্ধদের মতো হাতে লাঠ??

আমি ফরিদ সরকার। আমার গাজীপুরের শ্রীপুরের বাসিন্দা। আমাদের গ্রামের একজন যুবক সম্প্রতি বৃদ্ধদের মতো হাতে লাঠি রাখা শুরু করেছেন। তাঁকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, হাতে লাঠি রাখা সুন্নত। আমার জিজ্ঞাসা হলো, তার কথা কি সঠিক? সুন্নত হলে কোন বয়সী মানুষের জন্য লাঠি ব্যবহার করা সুন্নত?

প্রাজ্ঞ আলেমরা বলেন, লাঠি ব্যবহার করা সুন্নত। কেননা নবীজি (সা.)-সহ অন্যান্য নবী-রাসুল লাঠি ব্যবহার করেছেন। বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত তাঁরা লাঠি হাতে রাখতেন এবং তার ওপর ভর দিতেন। রাসুলুল্লাহ (সা.) লাঠি ব্যবহার করেছেন এবং কখনো কখনো তা ত্যাগও করেছেন। সুতরাং আপনাদের গ্রামের যুবকের বক্তব্য সঠিক।

লাঠি হাতে রাখা সাধারণভাবেই সুন্নত। তা কোনো সুনির্দিষ্ট বয়সের সঙ্গে সংশ্লিষ্ট নয়। যে কোনো বয়সের ব্যক্তি সুন্নত আদায়ের নিয়তে হাতে লাঠি রাখতে পারবে এবং এতে সে সুন্নত পালনের সাওয়াব পাবে। যদিও লাঠির প্রয়োজন যুবকদের তুলনায় বৃদ্ধদের বেশি হয়ে থাকে।

কাশফুল খাফা গ্রন্থকার লেখেন, লাঠিতে ভর দেওয়া নবীদের অন্যতম সুন্নত। পবিত্র কোরআন থেকে মুসা (আ.)-এর লাঠি ব্যবহারের কথা জানা যায়। আমাদের নবী (সা.)-ও কখনো কখনো লাঠি ব্যবহার করেছেন। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, লাঠির ওপর ভর দেওয়া নবীদের আখলাকের (চারিত্রিক সৌন্দর্যের) অন্তর্ভুক্ত এবং রাসুলুল্লাহ (সা.) লাঠির ওপর ভর করতেন। আনাস (রা.) বলেন, লাঠি বহন করা মুমিনের নিদর্শন ও নবীদের সুন্নত। (১/৩২১)

Комментарии