মেঘভাঙা বৃষ্টি এবং অকস্মাৎ বন্যার পর ভারতে একশো জনের বেশি নিখোঁজ

মন্তব্য · 15 ভিউ

মেঘভাঙা বৃষ্টি এবং অকস্মাৎ বন্যার জেরে বিধ্বস্ত ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ১০০ র বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছে?

মেঘভাঙা বৃষ্টি এবং অকস্মাৎ বন্যার জেরে বিধ্বস্ত ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ১০০ র বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছে। ওই ঘটনায় কমপক্ষে পাঁচ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

 

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কার সিং ধামি বলেছেন, এখন পর্যন্ত কমপক্ষে ১৯০ জনকে উদ্ধার করা হয়েছে।

 

উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধরালি গ্রামের বিস্তীর্ণ অংশ মঙ্গলবার মেঘভাঙা বৃষ্টির পর অকস্মাৎ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়।

 

কোনো ছোট এলাকায় (এক থেকে দশ কিলোমিটার বিস্তৃত) এক ঘণ্টায় ১০ সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে সেই ঘটনাকে ক্লাউডবার্স্ট বা মেঘ ভাঙা বলে চিহ্নিত করা হয়।

 

এই জাতীয় বৃষ্টির ফলে পার্বত্য অঞ্চলে প্রায়শই ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যা এবং ল্যান্ডস্লাইড বা ভূমিধস দেখা যায়।

 

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মেঘভাঙা বৃষ্টির পূর্বাভাস দেওয়া অত্যন্ত কঠিন বিশেষত উত্তরাখণ্ডের মতো পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে।

 

গঙ্গোত্রী ধামের প্রায় ২০ কিলোমিটার আগে অবস্থিত ধরালি। প্রতি বছর চারধাম যাত্রার সময় বিপুল সংখ্যক ভক্তের সমাগম দেখা যায়।

 

গত কয়েকদিন ধরেই উত্তরাখণ্ডে বৃষ্টি হচ্ছিল, কিন্তু মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ ব্যাপক বিপর্যয় দেখা দেয়।

 

প্রত্যক্ষদর্শীরা লক্ষ্য করেন কাদা, বোল্ডার মিশ্রিত জলের তীব্র স্রোত গ্রামের দিকে ধেয়ে আসছে। মুহূর্তে ওই অঞ্চলের বাসভবন, হোটেল, দোকানঘর ভাসিয়ে নিয়ে যায় অকস্মাৎ বন্যা।

মন্তব্য
অনুসন্ধান করুন